হাওর বাঁওড় খালে বিলে
পুকুর নদীর কূল,
বর্ষাকালে নতুন জলে
ফোটে শাপলা ফুল।
সাদা লাল বেগুনি রঙের
শাপলা ঐ হাসে,
ছোট–বড় সকল মানুষ
ফুল ভালোবাসে।
শাপলা ফুলের আছে অনেক
পুষ্টি গুণাগুণ,
মলা মাছে খায় তার ডাটা
তরকারি নিপুণ।
বর্ষারানীর ফোটা ফুলে
নেই যে শাপলার তুল,
আমার প্রিয় বাংলাদেশের
শাপলা জাতীয় ফুল।