শরৎ সন্ধ্যা

প্রতীকী ছবি
সংগৃহীত

শরতের সন্ধ্যায় বসে আছি বারান্দায়
নীল আকাশে সাদা–কালো মেঘ কখনো ভেসে যায়, কখনো দাঁড়িয়ে রয়,
মনটা ফিরে যায় শৈশবে।

নদীতীরে কাশফুল বাতাসে দোল খায়
নদীতে পাল তুলে নৌকা ছুটে যায়,
সারি সারি সাদা বক দাঁড়িয়ে আছে ঠায়
ছোট মাছ যদি পায়, টুপ করে গিলে খায়।

নরম ঘাসে ছোটাছুটি কাশবনে ঘোরাঘুরি
শাপলা শালুক নিয়ে লুটোপুটি,
গাঁয়ের ছেলেরা মিলে বিলের নেমে যাওয়া কাদাজলে দলবেঁধে মাছ ধরায় মেতেছি কত।

শরতের স্নিগ্ধ জ্যোৎস্নায় শিউলি শেফালির বনে
মেতেছি আড্ডায় ব্যস্ত সবাই মালা গাঁথায়।
শরত প্রভাতে শিশিরভেজা নরম ঘাসে হেঁটে আদরমাখা সোনালি রোদের পরশ মেখেছি গায়ে।

শরতের রোদ–বৃষ্টির লুকোচুরি খেলায়
হঠৎ বাতাসের মৃদু ঝাপটায় হালকা বৃষ্টির ছিটে লাগে গায়,
সংবিৎ ফিরে পাই—আমি যে আবদ্ধ লোহার খাঁচায়, কংক্রিটের বারান্দায়।
যেখানে প্রতিনিয়ত ইটপাথরের প্রাণহীন
বাড়িগুলো ব্যস্ত আকাশছোঁয়ার প্রতিযোগিতায়,
সেখানে শরতের অপরূপ সৌন্দর্যের স্মৃতি আওড়াই শুধুই মনের আয়নায়।