শরৎ এলে: সামিউল ইসলাম

নদ নদী পাড়, কাশের বাহার!

পাপড়ি মেলে হাসে

শরৎ এলে শাপলা শালুক

বিলের জলে ভাসে।

ফুল গাছে আজ, রঙিন সাজ

শিউলি, জবা ফুলে

মৌমাছি আজ নেচে বেড়ায়

সব বেদনা ভুলে।

জুঁই, চামেলি, টগর, বেলি

নতুন রূপে সাজে

শুভ্র মেঘে লুকায় আবার

অম্বু নীলের মাঝে।

হিম বাতাসে, দূর আকাশে

ঝলমলে এক চাঁদে

চাঁদনি রাতে চাঁদের বুড়ির

গল্প জমে ছাদে।

মিঠাপুকুর, রংপুর