রাক্ষুসে বন্যা

বন্যাছবি: আবদুল মোমিন

নির্ঘুম কত রাত কাটিয়ে
আজ দিয়েছে হানা,
রাক্ষুসে রূপ নেবে বন্যা
তা ছিল না জানা।

চোখের সামনে দালান–কোঠা
ভেঙে পড়ে কত,
বাঁধভাঙা জল ফুলে ওঠে
বেলা বাড়ে যত।

বুড়ো–বুড়ি ভেসে চলে
কলাগাছের ভেলায়,
গরু, ছাগল, হাঁসও ভাসে
স্রোতের জলের ঠেলায়।

মরা মানুষ ভাসে জলে
যায় যে ভেসে গরু,
বন্যাতে সব ডুবে গেছে
গায়ের সবুজ তরু।

শিশুরা আজ অনিরাপদ
জলে কাটে প্রহর,
চেয়ে রয় মা, আসবে কখন
ত্রাণের গাড়িবহর।

আর্তনাদের হাহাকারে
অঝোর ঝরছে বৃষ্টি,
বন্যার্তদের আকুলতা
মায়ায় ভরা দৃষ্টি।