মৌচাকের মাঠে প্রেম

প্রতীকী ফাইল ছবি

শীতের রাতে মৌচাকের মাঠে পুতুল

সেই হাড়কাঁপানো ঠান্ডা

যেখানে খোলা মাঠে

তোমার-আমার হয়েছিল দেখা

কুয়াশাভরা শীতের রাতে

পাশাপাশি বসেছিলাম আমরা

আমাকে কেন্দ্র করে আগে-পিছে

তোমার কী যে ছুটাছুটি

এরই মধ্যে চোখে চোখ পড়ল

একবার না কয়েকবারই।

তোমাকে করা প্রশ্নের উত্তর দিলাম আমি

তুমি কেবল হাঁ করে তাকিয়েই থাকলে

ভান করলে- আমার কথা শোনোইনি

কিন্তু আমি তো জানি, শুনেছিলে ঠিকই

তোমার মনের ভেতর একটা অস্থিরতা

ডানা ঝাপটাচ্ছিল,

সেটা তোমার চেহারায় ভেসে উঠছিল

অবশেষে ভালোবাসায় তা পূর্ণতা পেল...।

সাবেক সভাপতি, মৌলভীবাজার বন্ধুসভা