মৃত্যু

প্রতীকী ছবি
অলংকরণ: মাসুক হেলাল

গ্রীষ্মের দুপুরে যদি আমার মৃত্যু হয়

ছুড়ে দিয়ো দাবানলের মাঝে।

অনলের সাথে আমি মিশে যেতে চাই।

বর্ষার বিকেলে যদি আমার মৃত্যু হয়

ভাসিয়ে দিও ভরা গাঙের জলে।

জলের সাথে আমি মিশে যেতে চাই।

শরতের দিনে যদি আমার মৃত্যু হয়

ফেলে এসো নদীর চড়ায় কাশবনের মাঝে।

কাশফুলের সাথে আমি মিশে যেতে চাই।

হেমন্তের দিনে যদি আমার মৃত্যু হয়

কবর দিয়ো সোনালি ধানে ভরা মাঠের প্রান্তে।

ফসলের খেতে আমি মিশে যেতে চাই।

শীতের সকালে যদি আমার মৃত্যু হয়

কবর দিয়ো মিষ্টি রোদের উঠানে।

রোদের মাঝে আমি মিশে যেতে চাই।

বসন্তের ভোরে যদি আমার মৃত্যু হয়

কবর দিয়ো শিমুলবাগানের মাঝে।

শিমুল ফুলের সাথে আমি মিশে যেতে চাই।