মুক্তির ডাক

অলংকরণ: বাবুল হোসাইন সোহাগ

রাত পেরিয়ে ভোর হয়,

সজীব দেহ নির্জীব হয়

উচ্ছ্বসিত মন ভারাক্রান্ত হয়

তবুও নিদ্রা যেন পালিয়ে বেড়ায়

কোন এক গহিন অরণ্যে।

সরব পৃথিবী নিস্তব্ধ হয়

প্রেমের আকাঙ্ক্ষা ঘনীভূত হয়

সকল প্রাণ উবিয়ে যায়

অবসন্ন শরীর শ্রান্ত হয়

পাগলামিপনা অবমুক্ত হয়

তবুও তন্দ্রা যেন পথ খুঁজে বেড়ায়

কোন এক অতল-অচেনা সমুদ্রজলে।

এক সময় ভোরের আঁধার কেটে যায়

সূর্যের রক্তিম আলো উদিত হয়

নবপ্রাণের উচ্ছ্বাসে নবস্বপ্নের বীজ-বপিত হয়।

রোপিত হয় মুক্তির রূপরেখা

দূর হয় গ্লানি, সত্য হয় বাণী

কানে বেজে ওঠে সর্বময়

পিতার বজ্রকণ্ঠের জয়ধ্বনি,

‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম,

এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।

জয় বাংলা।’