মার্চ মানেই

ঢাকার রেসকোর্স ময়দানে (সোহরাওয়ার্দী উদ্যান) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ, ৭ মার্চ ১৯৭১
ছবি: সংগৃহীত

মার্চ মানেই বঙ্গবন্ধুর

অগ্নিঝরা ভাষণ

মার্চ মানেই পূর্ব বাংলায়

চলবে ন্যায়ের শাসন।

মার্চ মানে বীর বাঙালির

রক্তমাখা শার্ট

মার্চ মানেই মুক্তিসেনার

বন্দুকের ঐ বাঁট।

মার্চ মানেই শহীদ মায়ের

অশ্রুবিহীন মুখ

মার্চ মানেই পিতৃহারা

অবুঝ ছেলের সুখ।

মার্চ মানেই শত্রুসেনা

হবেই একদিন শেষ

মার্চ মানেই পূর্ব বাংলা

হবেই বাংলাদেশ।

মাদারীপুর