মশা

মশাছবি: সংগৃহীত

রক্ত চুষে খাও যে তুমি
এটা তোমার কাজ।
কামড় দাও যখন–তখন
সকাল দুপুর সাঝঁ।

উড়ে এসে গায়ে বস
দাও জোরে কামড়।
আচ্ছা করে জোরে সেথা
দেই যে আমি থাপড়।

রক্তের গন্ধে ছুটে আস
কামড়ে ধর শরীরে।
রক্ত খেয়ে বসে থাক
যেতে পার না উড়ে।

দিবা-নিশি জ্বালাও তুমি
রক্ত চুষে খেয়ে।
অনেক কষ্টে বেঁচে থাকা
কয়েল জ্বালিয়ে।