ধরার বুকে চলছে এখন
ফলের মধুমাস,
গাছে গাছে তাই মৌমাছির
বেড়েছে উল্লাস।
আম, জাম, কাঁঠাল পেকে
গন্ধে মাতোয়ারা,
তরমুজ, লিচু, ফুটি খেয়ে
প্রাণ আত্মহারা।
এ মাসের ফলের বাহার
অন্য মাসে যে নাই,
জামাইরা তাই মধুমাসে
শ্বশুরবাড়ি যায়।
ধরার বুকে চলছে এখন
ফলের মধুমাস,
গাছে গাছে তাই মৌমাছির
বেড়েছে উল্লাস।
আম, জাম, কাঁঠাল পেকে
গন্ধে মাতোয়ারা,
তরমুজ, লিচু, ফুটি খেয়ে
প্রাণ আত্মহারা।
এ মাসের ফলের বাহার
অন্য মাসে যে নাই,
জামাইরা তাই মধুমাসে
শ্বশুরবাড়ি যায়।