ভুলে যাও লোভ

অলংকরণ: আরাফাত করিম

লোভে মোরা ডুবে গেছি ভুলে সবকিছু
সত্যকেই ভুলে ছুটি মরীচিকার পিছু।
ভাবি সদা কাকে মেরে জিতে যাব নিজে
টাকার গন্ধ পেলেই মন যায় ভিজে।

তেল মারি পরলোকে স্বার্থের লাগি
টাকা টাকা করে আহা থাকি সদা জাগি!
অপরের সফলতায় জ্বলে পুড়ি হিংসায়
ভুলে যাই সবকিছু টাকা পেলে দুনিয়ায়।

লোভে পাপ হয় জানি, পাপে হয় মৃত্যু
লোভীরা তো নিচুমনা কথা পুরো সত্য।
তাই বলি ভুলে যাও লোভ আর বিদ্বেষ
নয়তো হবে আহা অবেলাতে দিনশেষ।