ভালোবাসা ধার চাই

প্রতীকী ছবি।
অলংকরণ: মাসুক হেলাল

একটু ভালোবাসা ধার হবে?

এক মুঠো ভালোবাসা দেবে আমায়?

এই ধরো দশ-পনেরো দিন

মনের অমাবস্যা কাটলেই তবে ফিরিয়ে দেব।

স্বার্থ ছাড়া কেউ কিছু ধার দেয় না জানি

না হয় আমিও উপরি কিছু ভালোবাসা দেব।

যদি একটি বিকেল দাও—সঙ্গে আমি সন্ধে দেব

ফুলফোটা ভোর দিলে, হাত ভরে ফুল দেব

তোমার নিশ্বাসে উষ্ণ সাহস পেলে

আমি সারা দিনের অর্জন হব;

নির্দ্বিধায় কিছু ভালোবাসা দিলে

আমি মেঘভেজা রোদ দেব।

বহুদিন খুশিতে গলে যাইনি আমি

চোখের চাওয়ায় হইনি শঙ্খচিল

ভেজা বাতাসের ঘ্রাণে হাতে রাখিনি হাত।

তুমি ভালোবাসা দিলেই হবে সব।

ধার করা ভালোবাসায় সময় কাটলেও, বয়স পেরোবে না জানি;

আবার না হয় ধার নেব, তোমার ধার শোধ করেই—

আমি আবার হাত পাতব।

অবাক হলে? ভালোবাসা ধার না হলে—

সঙ্গে নিয়ে এক সকালে হাঁটতে যেয়ো,

পথের মাঝে ভুল হলে পথ, কনুই ধরে থমকে দিয়ো,

রুক্ষ দিনে শুকনো পাতায় হাত বুলিয়ে

হঠাৎ করেই কান থেকে গাল ছুঁয়ে দিয়ো,

চোখের পাতা অবাক করে আমি এসব ধার নেব,

সময় শেষে ফর্দ দেখে সবই আবার ফেরত দেব।

আর যদি হই ঋণখেলাপি, শোধ না করে ঋণীই রব

তুমি শিকল হলে পরে আমি তাতে বন্দী হব;

ক্ষণিক সুখের সঙ্গী হতে ভালোবাসাই ধার চাইব।