বৈশাখ এলে

প্রতীকী ছবি
অলংকরণ: স্বপন চারুশি

বৈশাখ এলে সুন্দর দিলে

বাজে বাংলা গান

বৈশাখ এলে মনে জাগে

বাংলার প্রতি টান।

বৈশাখ এলে সবটা ভুলে

সাজি বাঙালি সাজ

বৈশাখ এলে পান্তা খেলে

কাটে গরমের ঝাঁজ।

বৈশাখ এলে দোলনায় দোলে

খুকি হাজার বায়না

বৈশাখ এলে খেলনা ভুলে

দেখে বসে আয়না।

বৈশাখ এলে আতঙ্ক বাড়ে

কালবৈশাখী ঝড়ে

বৈশাখ এলে বৃষ্টির পানি

উঠে আসে ঘরে।

কোটচাঁদপুর, ঝিনাইদহ