বৃষ্টিস্নাত কদম ফুল

প্রতীকী ফাইল ছবি

বর্ষার সৌন্দর্য সারা অঙ্গে মে‌খে
প্রস্ফুটিত হয় স্বর্ণরঙিন কদম ফুল।
এর রূপ বিমোহিত ক‌রে,
একাকী পথিককে বিরহী করে
বৃষ্টিভেজা কদম আবেগি করে
গভীর রা‌তে এর সুঘ্রাণ উতলা করে।
বৃষ্টির জল গাঁ‌য়ে মে‌খে বৃষ্টিভেজা প‌থে
পাশাপাশি হেঁটেছি তুমি-আমি

স্বপ্ন বাস্ত‌বে মূর্ত হ‌য়ে‌ছে।
প্রিয় কিছু মুহূর্ত‌
বন্দী করে নিয়েছি
ম‌নের ফ্রেমে।
বৃষ্টি আলিঙ্গন ক‌রেছে তোমায়
বৃষ্টির জলে সিক্ত তুমি,
এ এক অন্য অপরূপ তুমি।
ঠিক যেন বৃষ্টিস্নাত কদম ফুল।