বৃষ্টির সঙ্গে বৃষ্টিতে

প্রতীকী ছবি
সংগৃহীত

দুই দিন ধরে অঝোরে বৃষ্টি নামছে। থামার নামগন্ধ নেই। হেমন্তে বৃষ্টি, ভালোই লাগছে। অফিসে আর বাসায় অলস সময় কাটছে। বৃষ্টি নামা দেখে আজ বৃষ্টির কথা মনে পড়ে গেল। ওর আর একটা নাম ছিল, স্বর্ণলতা। কিন্তু এত বৃষ্টি পছন্দ করত যে আমি ওর নাম দিয়েছিলাম বৃষ্টি। বৃষ্টি এলে ও যেন এক অন্য জগতে চলে যেত। চলে যেত কল্পনার গহিন বনে। যেখানে কেউ নেই, গহিন বনের মধ্যে একা একা সে মনের আনন্দে ভিজছে আর গান গাইছে।

বৃষ্টির প্রতি স্বর্ণলতার তীব্র আকর্ষণ আমি যেদিন অনুভব করি, সেদিন ছিল শুক্রবার। আমি আর ও শুক্রবার হলেই বেরিয়ে পড়তাম ঘুরতে। সেই শুক্রবারে আমরা রমনা পার্কে যাওয়ার জন্য শান্তিনগর দাঁড়িয়ে আছি। সেদিনও ছিল হেমন্তের পড়ন্ত বিকেল। আকাশে মেঘ না থাকলেও ঝরঝর করে হঠাৎই বৃষ্টি নামা শুরু হলো। আমি রিকশা ডাকতেই আমাকে নিষেধ করে বলল, রিকশা ডাকার দরকার নেই। ভিজতে ভিজতে হেঁটেই যাব রমনা পার্কে। আমি প্রথমে ভেবেছিলাম মজা করছে। পরে দেখলাম, সে হাঁটা শুরু করে দিয়েছে। অগত্যা তাকে অনুসরণ করতে হলো।

ভিজতে ভিজতে পৌঁছে গেলাম রমনা পার্কে। রমনা পার্কে এসে আমি এক অন্য স্বর্ণলতাকে দেখতে পেলাম, যে মুক্ত বিহঙ্গের মতো আকাশে ডানা মেলে উড়ছে। এত খুশি তাকে আগে কখনো দেখিনি। তার খুশির তরীতে আমিও উঠলাম। দুজনে খুব মজা করে বৃষ্টিতে ভিজেছিলাম সেদিন। রমনা পার্কের এবং পাশের রাস্তার সব মানুষ আমাদের দেখছে আর ভাবছে, এরা হয়তো পাগল হয়ে গেছে।

এরপর অনেক বৃষ্টিতে ভিজেছি। কিন্তু বৃষ্টির সঙ্গে বৃষ্টিতে ভেজার যে অনুভূতি ছিল, সেটা আর কখনো পাইনি।