বীরের রক্তে কেনা

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দিনাজপুরে পাকিস্তান বাহিনীর আত্মসমর্পণের খবরে উচ্ছ্বসিত মুক্তিবাহিনী। ছবি: অমিয় তরফদার (সি এম তারেক রেজার ‘একাত্তর-বিজয়ের সেই ক্ষণ’ বই থেকে সংগৃহীত)
প্রতীকী ছবি

অগ্নিঝরা মার্চ আসিলে

আমার মনে পড়ে

লাখো মানুষ আত্মা সঁপে

দেশের তরে লড়ে।

সেদিন মাঠে মহানায়ক

আঙুল তুলে আকাশ

ছুরির মতো কচুকাটা

করল বিষের বাতাস।

তর্জনী তাঁহার ঢেউ তুলিল

বুকে প্রেমের ফেনা

মায়ের মতো দেশটা আমার

বীরের রক্তে কেনা।

পলাশ, নরসিংদী