বিয়ের পর কিশোরগঞ্জ বন্ধুসভার সহযোগিতায় স্কুলে ফিরল তানজিনা

তানজিনার সঙ্গে কিশোরগঞ্জ বন্ধুসভার সদস্যরা
ছবি: তাফসিলুল আজিজ

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার গোবরিয়া উচ্চবিদ্যালয় থেকে ২০১৯ সালে জেএসসি পাস করে তানজিনা আক্তার। ২০২০ সালের শুরুর দিকে করোনা অতিমারি শুরু হলে তানজিনার বাবার ছোট চায়ের দোকানের আয় কমতে থাকে। বাবা নবম শ্রেণিতে ভর্তি করালেও স্কুলে যাওয়া হয়নি তার। এই সময় কিশোরগঞ্জ জেলা শহরের অধিবাসী বিল্লাল মিঞার পক্ষ থেকে বিয়ের প্রস্তাব গেলে বাবা-মা রাজি হয়ে যান। বিয়ে হয়ে যায় তানজিনার।

বছর পার না হতেই তানজিনা আক্তারের কোলজুড়ে আসে একটি কন্যাসন্তান। বাচ্চার বয়স এখন ৩ মাস। তানজিনার পড়াশোনা করার স্বপ্ন ক্ষীণ হতে হতে মুছে যায় জীবন থেকে। সেই মুছে যাওয়া স্বপ্নকে পূরণ করতে এগিয়ে আসে কিশোরগঞ্জ বন্ধুসভা। কিশোরগঞ্জ বন্ধুসভার সদস্যরা নিজেদের অর্থায়নে তানজিনাকে ভর্তি করিয়েছেন আরজত আতরজান উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির মানবিক শাখায়। তানজিনার স্বামী ও শাশুড়ি পড়াশোনায় সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।

এই সময় উপস্থিত ছিলেন বন্ধুসভার উপদেষ্টা ও প্রথম আলোর জেলা প্রতিনিধি তাফসিলুল আজিজ, প্রভাষক সুভেষ ভট্টাচার্য, কিশোরগঞ্জ বন্ধুসভার সভাপতি ডা. ফারুক আহমেদ, সহসভাপতি সাইদা সুলতানা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাজমুল হক প্রমুখ।

সাধারণ সম্পাদক, কিশোরগঞ্জ বন্ধুসভা