বিজয় আমার

অলংকরণ: মাসুক হেলাল

বিজয় আমার কান্না-হাসির মাস
রক্তে ভেজা সবুজ দুর্বাঘাস
ভাই হারিয়ে শোকে কাঁদে বোন
বিজয় আমার মায়ের পোড়া মন।

বিজয় আমার টকটকে লাল রবি
বাবার চোখে স্বপ্ন আঁকা ছবি
ত্রিশ লক্ষ ঝরা তাজা প্রাণ
বিজয় আমার মাটির সোঁদা ঘ্রাণ।

বিজয় আমার প্রতিবাদী সুর
টগবগিয়ে সূর্য ছড়ায় নুর
বনে ফোটা থোকা থোকা ফুল
বিজয় আমার দীপ্তচেতার মূল।

বিজয় আমার মেঠো সুরের গান
লাল–সবুজে জড়িয়ে থাকা প্রাণ
মাটির কণায় গাঁথা ইতিহাস
বিজয় আমার গর্বভরা মাস।

বিজয় আমার ঐক্য জোড়া হাত
আঁধার-আলোর গল্প বলা রাত
কপালজুড়ে মায়ের আঁকা চুমি
বিজয় আমার স্বাধীন মাতৃভূমি।