বাবা আমার

অলংকরণ: মাসুক হেলাল

বাবা আমার চলার পথে
আলোর প্রদীপশিখা,
মন্দ-ভালোর তফাতটুকু
বাবার কাছে শেখা।

বাবা আমার চাওয়া-পাওয়ার
মূল্যবান এক থলে,
জমত খেলা ভীষণ বাবা
খেলার সাথি হলে।

বাবা আমার রৌদ্র–তাপে
বটের শীতল ছায়া,
যেখানে যাই, মনে পড়ে
বাবার স্নেহের কায়া।

বাবা আমার লৌহমানব
জানেন সকল কিছু,
ছোট্টকালে ঘুরেছি কত
বাবার পিছু পিছু।

বাবা আমার প্রথম জানা
বর্ণমালার হাসি,
মুখ ফুটে আজ বলছি তোমায়
বাবা, ভালোবাসি।