ঈদ এল বাড়ি যাব মন অস্থির
ঘরমুখী মানুষের গাদাগাদি ভিড়।
বাসে খুব চাপাচাপি ট্রেনে নাই সিট
সোনার হরিণ যেন ট্রেনের টিকিট।
লঞ্চঘাটে, ফেরিঘাটে, মানুষের ঢল...
ভিড় ঠেলে আগে ওঠে গায়ে যার বল।
চিরচেনা যানজট আরও গেছে বেড়ে
ছিনতাইকারী আছে ওত পেতে তেড়ে।
পকেটের মানিব্যাগ ঠিক আছে নাকি
চোরদের ঘোরাঘুরি চোখ দেয় ফাঁকি।
পুরুষের সাথে আছে শিশু আর নারী
সকলের এক আশা, ঈদে যাই বাড়ি।
বাড়ি গেলে দেখা হবে স্বজনের সাথে
অনেকের কেনাকাটা বাকি আছে হাতে।
পিতামাতা প্রিয়জন চেয়ে আছে পথে
ঈদে চাই বাড়ি যেতে সহিসালামতে...।