বাংলা মায়ের শ্রেষ্ঠ সন্তান

রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ, ৭ মার্চ ১৯৭১
ছবি: সংগৃহীত

যার ডাকেতে পুরো বাংলা

এক হলো যে ভাই

দেশের প্রেমে গর্জে ওঠে

ঐক্য গড়ে তাই।

যার ভাষণটা জাদুমাখা

বিশাল কাব্য গীত

সেই ভাষণটা কাঁপিয়ে দেয়

পাক সেনাদের ভিত।

যাঁর তর্জনী আকাশছোঁয়া

স্বাধীন করে দেশ

স্বাধীন বাংলার নির্দেশনা

মুগ্ধ করে বেশ।

সাতই মার্চের বিরাট কাব্য

সরিয়ে দেয় ভয়

নয়টি মাসের যুদ্ধ শেষে

আনল দেশের জয়।

তোমরা সবে মনে রেখো

সেই মানুষের নাম

বাংলা মায়ের শ্রেষ্ঠ সন্তান

অনেক বেশি দাম।