বর্ষার ফুল

বর্ষার ফুল কৃষ্ণচূড়া।
ছবি: দীপু মালাকার

বর্ষা এলে ফুলে ফুলে সজ্জিত হয় প্রিয় দেশ
কদম, কেয়া, কৃষ্ণচূড়া, যূথী, রঙ্গন, চালতা বেশ।
টগর, বেলি, বকুল, লিলি, নয়নতারা, মোরগফুল
বাগানবিলাস, দোলনচাঁপা ফুটতে লাগায় হুলুস্থুল।

গোলাপ, জবা, হাসনাহেনা আকৃষ্ট করে ভ্রমর
মোরগঝুঁটি, কলাবতী, নাগকেশরও মুগ্ধকর।
কামিনী, দোপাটি, কাঞ্চন, চন্দ্রমল্লিকাও হাসে
গন্ধরাজ, রজনীগন্ধা বর্ষাকেই ভালোবাসে।