ষড়ঋতুর পরিক্রমায় বর্ষা এলো ধরার মাঝে,
স্নিগ্ধতা ফিরে এলো মন সাজে এক নতুন সাজে,
এই বুঝি দাবদাহ সব দূর হয়ে আজি গেল
গাছ-পাখিরা ফটিক জলের আশা খুঁজে পেল।
গ্রীষ্মের খররৌদ্রে পোড়া দিনগুলো সব শেষ
কদম ফুটেছে তারই ঘ্রাণে মাতোয়ারা পরিবেশ
আকাশ পরেছে মেঘের শাড়ি নেচে উঠে গর্জনে
বাদল ধারা ঝরে ঝরঝর এ ঋতুর আগমনে।
বিরহের উত্তাপে ধুয়ে যাবে সব জোয়ার লেগেছে প্রাণে,
প্রেমিক মন বৃষ্টিতে ভিজে প্রিয়ারে স্মরে ক্ষণে ক্ষণে
নদীর বুকে নৌকা চলে জেলেরা ধরে মাছ,
নতুন পানি—পাড়ার ছেলেদের বেড়ে গেছে কত কাজ।
বৃষ্টিতে ভেজা ফুলের বাগান চোখ জুড়ানো শোভা,
বৃষ্টিতে ভিজে গাঁয়ের মেয়েরা ফুলেতে সাজায় খোপা
অপরূপ সাজে প্রকৃতি লাগে বড় মনোহর,
ফসলের মাঠে উর্বরতা ফোটে আশা ভরসার সমাহার।
আসুক বর্ষা, আসুক নতুন, ভালো যত আছে সাথে নিয়ে,
দূষিত সব ধুয়েমুছে যাক বিধাতার ভালো দান পেয়ে
এ ঋতু পেয়ে জোয়ার আসে মনে যদিও সময় শেষ
কবিতা-ছন্দে বেঁচে থাক প্রাণ, এ নহে মন্দ, এ–ও যে লাগে বেশ।