বন্ধুসভার উচ্চারণ কর্মশালায় আবৃত্তিশিল্পী রূপা চক্রবর্তী

ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালাটি ফেসবুক লাইভে প্রচার করা হয়।
ছবি: সংগৃহীত

শুরু হয়েছে প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের আয়োজনে দুই মাসব্যাপী ‘বাংলা ভাষা, শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি কর্মশালা’। ৩ জুলাই শনিবার রাত ৯টায় জুম মিটিং অ্যাপসের মাধ্যমে ভার্চ্যুয়াল এই কর্মশালায় ক্লাস নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ও আবৃত্তিশিল্পী রূপা চক্রবর্তী। ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালাটি ফেসবুক লাইভের মাধ্যমেও প্রচার করা হয়।

ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালাটি ফেসবুক লাইভে প্রচার করা হয়।
ছবি: সংগৃহীত

প্রশিক্ষণের একপর্যায়ে প্রথম আলো বন্ধুসভা সম্পর্কে আবৃত্তিশিল্পী রূপা চক্রবর্তী বলেন, ‘বন্ধুসভা হলো আমাদের প্রত্যেকের জন্য একটি সুন্দর জানালা। যে জানালার ভেতর দিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত জীবনকে দেখি। পৃথিবীকে নয়, আমাদের জীবনকে দেখি। কারণ, বন্ধুর মুখ তো আমারই মুখ। আমি আমার মতোই হব। আমাকে যে চিনবে, সে আমার মতোই চিনবে, কারও জন্য নয়।’

ক্লাস শেষে বন্ধুদের উদ্দেশে রূপা চক্রবর্তী বলেন, কৌতূহল মানুষকে বহুদূর নিয়ে যায়। যার ভেতরে জানার আগ্রহ আছে, সেই মানুষ নিজেকে গড়তে পারে।

ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালাটি ফেসবুক লাইভে প্রচার করা হয়।
ছবি: সংগৃহীত

বিশেষ এই কর্মশালায় শুভেচ্ছা বক্তব্য দেন প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সহসভাপতি ড. সোলায়মান কবীর, ক্যারিয়ার ও জীবনমান উন্নয়নবিষয়ক সম্পাদক সাইদুল হাসান। সভাপতির বক্তব্য দেন ড. মু‌মিত আল রশিদ।
বিশেষ কর্মশালা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মৌসুমী মৌ। কর্মশালায় বন্ধুসভার বিভিন্ন জেলার শতাধিক বন্ধু অংশ নেন।

প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ও উপদেষ্টা, মাদারীপুর বন্ধুসভা