বন্ধু মানে সুখে-দুঃখে পাশাপাশি থাকা
বন্ধু মানে শর্তবিহীন কাউকে ধরে রাখা।
বন্ধু মানে উজাড় করে ভালোবসে যাওয়া
বন্ধু মানে আড্ডাবাজি, যা খুশি তা খাওয়া।
বন্ধু মানে ভিন্ন দেহে একই আত্মার বাসা
বন্ধু মানে মনের মিলন, দুই মনে এক আশা।
বন্ধু মানে যখন–তখন ঘুরতে কোথাও যাওয়া
বন্ধু মানে না চাইতেও সকল কিছু পাওয়া।
বন্ধু মানে উদারতার বিশাল একটি আকাশ
বন্ধু মানে নিশ্বাসভরা বিশুদ্ধতার বাতাস।
বন্ধু মানে মান-অভিমান, দিনের শেষে হাওয়া
বন্ধু মানে সুখসমুদ্রে একই সঙ্গে নাওয়া।
বন্ধু মানে আড্ডাবাজি, গল্প বলে চলা
বন্ধু মানে বিশ্বস্ততার জীবন ষোলোকলা।
বন্ধু মানে বিপদ এলেও ন্যায়ের তরী বাওয়া
বন্ধু মানে গলা ছেড়ে একসাথে গান গাওয়া।