বই হোক বন্ধু

পছন্দের বই পড়া থেকে তৈরি হয় পড়ার অভ্যাস। মডেল: মারিয়া নূর।
ছবি: প্রথম আলো

অনেক দিন হলো নিজ বাড়িতে ফিরছে না অন্তু। বাড়িতে থাকা মা–বাবার সঙ্গেও যোগাযোগ কমিয়ে দিয়েছে সে। অথচ চার বছর হতে চলল ঢাকায় থাকছে অন্তু। কিন্তু আজ পর্যন্ত এমনটা করেনি সে। বিশ্ববিদ্যালয় ছুটি হলেই বাড়িতে ছুটে আসত অন্তু। মা–বাবার বড় সন্তান সে। এ জন্য ছোটবেলা থেকেই পড়াশোনায় বেশ মনোযোগী। গ্রামে থাকাকালীন ভালো ফলের রেকর্ডও তার আছে। এ বছর অন্তু অনার্স ফাইনাল দেবে।

মনোযোগ বাড়াতে বই পড়া একটা ভালো অভ্যাস
ছবি: প্রথম আলো

এরপর দিতে হবে চাকরির পরীক্ষা। ভালো চাকরি নিয়ে পরিবারের জন্য কিছু করতে হবে। বিভাগের ফল ভালো থাকলেও তার জ্ঞানের ভান্ডার একটু নড়বড়ে। একাডেমিক পড়ালেখার বাইরে খুব একটা জ্ঞান তার নেই। কিন্তু বর্তমান চাকরির বাজার যে বড় কড়া। এখন যেমন লাগে ভালো রেজাল্ট, তেমনি লাগে বাস্তবজ্ঞান। অনেক জায়গায় আবেদন করেছে অন্তু। কোথাও থেকে ডাক আসেনি তার।

এ নিয়ে মন খারাপ করে সারা দিন হোস্টেলেই বসে থাকে অন্তু। অন্যদিকে একসময় পুরো হোস্টেল জমিয়ে রাখত সে। তবে এখন তার জগৎ পাল্টে গেছে। কারও সঙ্গে কিছু বলতেও চায় না।

এমনই পরিস্থিতিতে একদিন শাহবাগ থেকে এলিফ্যান্ট রোড ধরে হাঁটছিল অন্তু। একা থাকায় খুব ধীরে ধীরেই যাচ্ছিল সে। হঠাৎ চোখ পড়ল বাঁ পাশের একটি সাইনবোর্ডে। সেখানে লেখা ছিল পাঠক সমাবেশ। একটি বইয়ের দোকান। অন্তু সেখানে প্রবেশ করল দু–তিন ধাপ চেকিংয়ের পরে। সেদিনই তার প্রথম সাহিত্যনির্ভর বইয়ের সঙ্গে পরিচয়।

পছন্দের বই পড়া থেকে তৈরি হয় পড়ার অভ্যাস। মডেল: মারিয়া নূর।
ছবি: প্রথম আলো

প্রথম দিন বেশ কয়েক ঘণ্টা বই পড়ে কাটিয়ে দিল অন্তু। হাতে নিয়েছিল হুমায়ূন আহমেদের একটি বই। পরের দিন সে আবার সেখানে গেল। ধীরে ধীরে অন্তুর বন্ধু হয়ে উঠল বই। এখন সে যেকোনো বিষয়ে জানতে বই খুঁজে নেয়। অন্তু এখন শুধু সাহিত্যপাঠেই থেমে নেই। নানান আত্মোন্নয়নমূলক বইও এখন তাকে কিনতে দেখা যায়। প্রতিনিয়ত স্বাভাবিক জীবনে ফিরে আসছে অন্তু। শুধু চাকরি পাওয়া নয়, সুখ স্বাচ্ছ্যন্দে একটি সুন্দর জীবনযাপনের স্বপ্ন দেখে এখন সে।