ফল

রসালো ফল জামরুল। ছবি: আনিস মাহমুদ, সিলেট

নানান স্বাদের নানা ফল
আছে দেশে ঝুড়ি ঝুড়ি,
মিষ্টি ফল আম, কাঁঠালের
মিলবে না তো কোনো জুড়ি।

কাঁদি কাঁদি আছে দেশে
ডাব, নারকেল, কলা, তাল,
থোকা থোকা পাকা আমে
নুইয়ে পড়ে গাছের ডাল।

জাম, জামরুল, আতা, লিচু
জাম্বুরা আর চালতা,
তরমুজটা রসে ভরা
ভেতরে তার আলতা।

কামরাঙা আর জলপাই
আমড়া, লেবু টক ফল,
কাঁচাপাকা টক তেঁতুলে
জিহ্বাতে আনে জল।

মিষ্টি রসের আনারস
পাবে না তো কোথাও আর,
পাকা পেঁপে, মেওয়া ফলের
জুড়ি মেলা বড়ই ভার।

করমচা আর আমলকী
আরও আছে বরই, কুল
শরীরটাকে সুস্থ রাখি
খেয়ে অধিক ফলমূল।