প্রেমহীনতা: রফিকুল নাজিম

প্রতীকী ছবি

তুমি চড়ুই পাখি ছিলে

তোমাকে গিলে খেয়েছে তোমার সেই সুরম্য অট্টালিকা

তুমি ভিক্ষুকের মতো শুধু টাকা চেয়েছ

তোমার কাগুজে ব্যাংক তোমাকে প্লেট ভরে দিয়েছে

টাকার কড়কড়ে বান্ডিল, রাজসিক কষ্টের গোপন ভল্ট!

তুমি বিলাসিতার দারুণ কাঙাল ছিলে

বেছে নিয়েছ শপিং মল, রেস্টুরেন্ট, হলিডে প্যাকেজ,

নিয়ন আলোর বার কিংবা ডিজে পার্টি; জমকালো ব্যথা!

অথচ তুমি মায়া খুঁজোনি; প্রেম খুঁজোনি একতিলও

এবং আমি বাবুই পাখির মতো শুধু বাসা বুনেই গেছি

বুকের সবটুকু মায়া ও মোহের মিশেলে গড়েছি নীড়,

অথচ প্রেম এখানে বরাবরই হোঁচট খায়; ব্যথা পায়!

পলাশ, নরসিংদী