বাংলা হলো মায়ের ভাষা
প্রাণের ভাষা আমার
এ ভাষাতেই স্বপ্ন দেখে
কৃষক, তাঁতি, কামার।
ভাষার মাসে ফাগুন আসে
শিমুল পলাশ ফোটে
এ মাসেতেই জীবন দিয়ে
বাংলা ভাষা জোটে।
রফিক, শফিক, বরকতেরা
জীবন করল দান
বাংলিশ থেকে দূরে থেকে
রাখব ভাষার মান।
পাখপাখালি গাইছে দেখো
বাংলা ভাষার গান
প্রজাপতির পাখায় দেখো
আমার ভাষার টান।
পাক হায়েনা নিতে চেয়েছে
মায়ের ভাষা কেড়ে
মা গো তোমার সোনার ছেলে
দেয়নি তাদের ছেড়ে।