প্রতীক্ষার প্রণয়বৃষ্টি

অলংকরণ: তুলি

অবশ্যম্ভাবী চকিত তোমার দর্শন কল্পনাতীত
ভাবনারও অতিশয় সংশয়ে তুমি এলে সম্মুখে।
শ্রুতিময় দু–চারটে কথন অন্তরে আনে প্রণয়বৃষ্টি
প্রায় যুগের অবসানে বিস্মিত, তুমি শুরু করলে।
কেমন আছ, বিয়ে করেছ, বউকে নিয়ে আসোনি?

আমি ভ্যাবাচেকা খেলাম, এত পরিবর্তন?
আমিই শুধু ঘুরেছি ওর পিছু, কোনো দিন বৃষ্টি ঝরেনি
আগে শুরু করল সে, আমি হু, হ্যাঁ–তে তাল মেলালাম।
অন্তরজুড়ে ওর জন্য ভালোবাসার প্রাসাদ গড়েছিলাম
উপেক্ষিত হৃদয়ের অট্টালিকা সে নিজে ধ্বংস করেছিল।
অতঃপর আর ওইমুখী হইনি, আজ কন্যার জননী সে।
সহসাই প্রণয়বৃষ্টিতে ভিজল যেন শুষ্ক এই হৃদয়।