প্রতীক্ষা

অলংকরণ: মাসুক হেলাল

সেই এক শীতে লালে রাঙা আগুন ঝরা
কৃষ্ণচূড়ার ন্যায় আমার হৃদয় ক্ষতবিক্ষত করে উড়াল দিয়েছিলে তুমি।
ভেবেছিলাম কোনো এক শ্রাবণের কালো মেঘের ভেলায় চড়ে ভেসে আসবে তুমি।
গাছের পাতা, ছাদের রেলিং কিংবা টিনের চালে
এবং বিস্তৃত খোলা মাঠের প্রান্তজুড়ে বৃষ্টি হয়ে ঝরে পড়বে আবার তোমার ভালোবাসা
তুমি আমি মনের আনন্দে কাকভেজা ভিজব।
অগ্নিকাণ্ডে অঙ্গার হয়ে যাওয়া আমার কৃষ্ণকালো হৃদয়—
আবার প্রাণের সঞ্চার করবে, সবুজ প্রাণ পাবে আমার হৃদয়।

কিন্তু না, তুমি সেই রয়ে গেলে দূর থেকে দূরান্তে,
যেখানে প্রতি রাতে ভালোবাসার নক্ষত্রের পতন হয়।
নক্ষত্রের ঝলমলে রং আর কখনো কখনো বাতাসে মাটির সোঁদা গন্ধে প্রকৃতি আপন আনন্দে নৃত্য জোড়ে।
এক টগবগে তরুণ তোমার কানের লতিতে পরিয়ে দেয় বুনোফুল।
তোমার হাসির শব্দে পুলকিত হয় তোমাদের প্রেমনগরী।
জানি, তুমি ভালো আছ,
ফিরেও তাকাবে না আমার দিকে।
তবু কেন জানি আমার সেই শেষ কৃপণ বসন্তের প্রথম কোকিলের ডাক শুনতে ইচ্ছে করছে।