প্রজাপতি প্রজাপতি
বুঝি না তোর মনের মতি
বন্ধু ভাবিস আমায়?
রঙিন সুতোয় তোর দেহটা
বুনি আমার জামায়।
প্রজাপতি প্রজাপতি
তোর ডানাতে অনেক গতি
যাস উড়ে যাস দূরে,
খানিক পরেই আমায় ডাকিস
আবার আপন সুরে।
প্রজাপতি প্রজাপতি
থাকিস কোথায় ঘাসের লতি?
দেখি ঝিঙে ফুলে,
হঠাৎ করেই বসিস আমার
রেশমি কালো চুলে।
প্রজাপতি প্রজাপতি
ছড়াস কি তুই চাঁদের জ্যোতি?
চাঁদকে বলব ডেকে,
আনমনে দিস আমার গালে
জোছনা আভা মেখে।
প্রজাপতি প্রজাপতি
ভালোবাসার দিলাম রতি
যাস না ভুলে ওরে,
সারা জীবন রাখব তোরে
বুকের খামে ভরে।