প্রকৃতির রোষ

বৃষ্টির পরে জলাশয়ে দেখা মিলল বেশ কিছু কোলাব্যাঙ। ছবি: আলীমুজ্জামান

মেঘ বরাবর পাঠিয়েছে চিঠি
খালের কোলা ব্যাঙ,
বৃষ্টির জলে মজা নেই এখন
যন্ত্রণায় জ্বলে ঠ্যাং।

প্রত্যুত্তরে বলে দিয়েছে মেঘ
এ নয় মেঘের দোষ,
খালগুলো হলে বর্জ্যে ভরাট
প্রকৃতির ঝরে রোষ।

উজাড় করা হচ্ছে গাছপালা
সবুজের নেই সমারোহ,
তাই তো আকাশে দূষিত মেঘ
বজ্রপাতে করে বিদ্রোহ।