পৌর আবর্জনার তেজস্ক্রিয়তায় নষ্ট হচ্ছে পরিবেশ

পৌর আবর্জনার তেজস্ক্রিয়তায় নষ্ট হচ্ছে পরিবেশ
ছবি: জাহানুর রহমান

কুড়িগ্রাম জেলা সদর থেকে ভূরুঙ্গামারী মহাসড়কের চৌরাস্তার মোড় এলাকায় রাস্তার দুই ধারে জমে উঠেছে ময়লার স্তূপ। নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলা তথা উত্তর ধরলা নদীর দুই পারের মানুষ শহরের সঙ্গে যোগাযোগ রক্ষার্থে এই সড়ক ব্যবহার করেন। কিন্তু পৌর অব্যবস্থাপনার ফলে রাস্তার দুই ধারে ফেলে রাখা আবর্জনার দুর্গন্ধে পথচারী ও গাড়িচালকেরা নাক চেপে অতি কষ্টে এই সড়ক পার হন।

বেশ কয়েক বছর ধরে কুড়িগ্রাম পৌরসভার বিভিন্ন স্থানের ময়লা–আবর্জনা এনে ওই স্থানে ফেলা হচ্ছে। রাস্তার দুই পাশে এত পরিমাণে ময়লার স্তূপ জমা হয়েছে, দেখে মনে হয় যেন ময়লার ভাগাড়। প্রতিদিন এ ময়লা–আবর্জনা থেকে দুর্গন্ধ ও তেজস্ক্রিয় পদার্থ নির্গত হচ্ছে। এতে বায়ুদূষণ হচ্ছে অতি উচ্চমাত্রায়, নষ্ট হচ্ছে পরিবেশ। এই মহাসড়কের দুই ধারে রয়েছে বনজ বৃক্ষ। এ অবস্থা শুধু চৌরাস্তার মোড় এলাকায় নয়, কুড়িগ্রাম রিভার ভিউ স্কুল মোড়েও রাস্তার পাশে দেখা যায় স্তূপকৃত ময়লা–আবর্জনার পাহাড়। মাঝেমধ্যে এসব ময়লা–আবর্জনা পুড়িয়ে ফেলার জন্য আগুন জ্বালিয়ে দেওয়া হয়। এতে মহাসড়কের দুই পাশের বনজ বৃক্ষ পুড়ে মরে যাচ্ছে। অপরিকল্পিত নগর ব্যবস্থাপনা ও ময়লা পোড়ানোর নামে ধ্বংস করা হচ্ছে সড়কের পাশের বনজ সম্পদ ও পরিবেশ।

পৌর আবর্জনার তেজস্ক্রিয়তায় নষ্ট হচ্ছে পরিবেশ
ছবি: জাহানুর রহমান

নাগরিক স্বাস্থ্য তথা পরিবেশের চিন্তা যেন কারোরই মাথায় নেই। সাম্প্রতিক সময়ে দেখা যায়, এসব ময়লা–আবর্জনার স্তূপের কারণে মারা গেছে রাস্তার পাশের প্রায় ২২টি গাছ। নিত্যদিন এসব বর্জ্য–আবর্জনা পোড়ানোর ফলে স্থানীয় মানুষের দেহে মধ্যে দীর্ঘমেয়াদি শ্বাসকষ্টসহ মরণব্যাধি বাসা বাঁধতে পারে। এমতাবস্থায় পরিবেশসহ মহাসড়কে থাকা বনজ সম্পদ রক্ষায় মহাসড়কের পাশে থাকা বর্জ্য–আবর্জনা অন্যত্র স্থানান্তর ও নতুন করে ময়লা–আবর্জনা ফেলা বন্ধ করার বিষয়ে সমাজপতিসহ নগরপিতার দৃষ্টি আকর্ষণ করছি।