পায়রা নদীর মাঝি

প্রতীকী ফাইল ছবি

পায়রা নদীর মাঝি আমি, পায়রা নদীর মাঝি
নদীর সাথে হাসতে আমি ভরদুপুরে রাজি।
নদীর এপার তালতলি ভাই, ওপার চালতাতলি
মনের সকল দুঃখ, কষ্ট নদীর কাছে বলি।

এপার থেকে মানুষ নিয়ে
ওপারেতে যাই
ওপার থেকে মানুষ নিয়ে
এপারেতে আসি
নদী থেকে শাপলা তুলে
খিলখিলিয়ে হাসি।
ঝড়বাদলের সময় হলে পাই না কোনো ভয়,
কারণ আমি নদীর মাঝি ভয় করেছি জয়।