নীলপরি

প্রতীকী ছবি
অলংকরণ: মাসুক হেলাল

শিমুল তুলার মতো মেঘ। খসে খসে পড়ে আবেগ। নীলপরি উড়ে যায় কোন সে অজানায়। পিচঢালা সরু পথে গন্তব্য জানা নেই।

সঙ্গে কোনো সাথি নেই। সমুখে কোনো আলো নেই। মনটা ভালো নেই। কী আশায় তোমার ছুটে চলা? সে কথা কোনো দিন হলো না বলা।

ভেবে ভেবে পল যায়, ক্ষণ যায়, প্রহর পেরিয়ে কখন আবার ভোর হয়? তোমার হৃদয় জেগে থাকে আমার আশায়।

জানি পাব না কোনো দিন। হবে না দেখা মর্ত্যলোকে। ছাই চাপা পুষে রেখে। আমারও তো জল ছিল। পান করতে চাওনি কোনো দিন।

অথচ তোমার জন্য পুষে রেখে দিয়েছিলাম আমার রোমাঞ্চিত যমুনা। ডুবসাঁতার কাটতে চাওনি কোনো দিন কোনো কালে।

সমুদ্র সাজিয়ে রেখেছিলাম ত্রিকোণ ফুলদানিতে। পেয়ালায় সাজিয়ে রেখেছিলাম জামরং আঙুর। কোনো দিন ভুলেও টোকা দাওনি পুষ্ট আঙুলে।

এ কেমন পুরুষ তুমি? পুরুষ নাকি দেবতা? এতটুকু প্রশ্রয় দাওনি কোনো দিন। চাওনি বসতে একটু পাশাপাশি। এতটুকু উত্তাপ ছড়াতে পারিনি আমি তোমার হৃদয়ে।

হাহাকার হৃদয় নিয়ে হেঁটে বেড়িয়েছি মরুচরে। চাতক পাখির মতো প্রহর গুনেছি ছিটেফোঁটা জলের আশায়।

আজ চৈত্রের কাঠফাটা মাঠের মতো আমার ঠোঁট। নিকষ নীলে আজ আমি নীলপরি। একাকী রংহীন আকাশে উড়ি।

মনের জানালায় উঁকি দেয়—একদিন একবার ডেকেছিলে, নীলপরি।