নির্ভরতার স্থান

প্রতীকী ছবি।
সংগৃহীত

বাবা যখন মাথার ’পরে

রাখেন তাঁরই হাত

সূর্য হাসে কেটে গিয়ে

আঁধার কালো রাত।

বাবা হলো খেলার সাথি

বাবাই আমার সব

দুঃখ পেলে বাবাই আগে

করেন অনুভব।

বাবা আমার সঙ্গে থাকেন

নিত্য হয়ে ছায়া

সব সন্তানের জন্য তাঁদের

থাকে অনেক মায়া।

সুখে-দুখে বাবাই আমার

নির্ভরতার স্থান

নদীর জলোচ্ছ্বাসে বাবা

শান্ত জলের গান।

পুরানা পল্টন, ঢাকা