নদীমাতৃক দেশ

পদ্মা নদী।
ফাইল ছবি

নদীর ঘাটে নৌকা বাঁধা দেখতে লাগে বেশ
নদীর ঢেউয়ে ভেজা যেন আমার বাংলাদেশ।
আঁকা-বাঁকা নদীগুলো দেখতে সাপের মতো
বাতাস এসে ঢেউয়ের তালে নাচে অবিরত।
পদ্ম, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র নদীগুলো বড়
নদীর বুকে ভালো লাগে জাগলে বালুচরও।

মধুমতী, ধানসিঁড়ি, শীতলক্ষ্যা, করতোয়া
নদীগুলোর মিষ্টি হাসি যেন হৃদয়ছোঁয়া।
নদীর বুকে জাল ফেলে মাছ ধরে শত জেলে
মনটা ওদের খুশি থাকে খুব বেশি মাছ পেলে।
আমার দেশের নদীগুলো পরির মতো হাসে
নদীমাতৃক এই দেশকে সবাই ভালোবাসে।