নদীভাঙন

প্রতীকী ফাইল ছবি

আষাঢ় এলেই মনের কোণে
জমে ওঠে মেঘ
অঝোর ধারায় নদীর বুকে
বাড়ে স্রোতের বেগ।
স্রোতের তোড়ে ভিটে ভাঙে
ভাঙে নদীর পাড়
দাদার পুরান কবর ভেঙে
হারিয়ে যায় হাড়।

আবাদ জমি নদীর জলে
হাবুডুবু খায়—
কলার ভেলায় ভাসে মানুষ
কেউবা আবার নায়।
বছর বছর নদীভাঙন
ভাঙে হাজার বুক
জলের সাথে যায় মিলিয়ে
আমজনতার সুখ।

মালিবাগ, ঢাকা