দূরত্ব: নুসরাত মিশু

প্রতীকী ছবি
অলংকরণ: সব্যসাচী মিস্ত্রী

আজ তোমার–আমার মধ্যে কয়েক গজ দূরত্ব মাত্র

কিন্তু আমি তোমাকে দেখতে পারছি না

তোমার সাথে কথা বলতে পারছি না

ছুঁতেও পারছি না তোমাকে।

শুধু তোমায় ভাবছি

বড্ড বেশি ভেবেই চলেছি

অনেক বেশি তোমার অনুভবে মগ্ন করেছি নিজেকে।

যেন তুমি আমারই পাশে আছ

আমার সঙ্গে কথা বলছ

আমাকে ছুঁয়ে রেখেছ তোমার মোহাচ্ছন্ন শরীরে

যেন আজ আমি বন্দী তোমারই মায়ার শহরে।

শুধু নীরবে একা কথা বলে যাই তোমার সঙ্গে

গল্পের ছলে একা হেসেও চলি তোমায় ভেবে।

কেউ শুনতে পায় না সেই একা তোমায় বলা কথা

কেউ জানতে পারে না তোমায় ভেবে একা হেসে চলা।

তুমিও শুনতে পাও না

তুমিও জানতে পার না

জানবে কী করে বলো!

তোমার আমার মধ্যে যে আজ বিচ্ছেদের দূরত্ব।

শিক্ষার্থী, ইডেন মহিলা কলেজ, ঢাকা