দেখলে তোমায় ভালো লাগে
মনে লাগে দোলা
দিঘল কালো চুলের ঘ্রাণে
হই যে আত্মভোলা।
তোমার চোখে চোখ পড়িলে
স্বপ্ন আসে চোখে
হাতটি ধরে হাঁটতে থাকি
যে যা–ই বলুক লোকে।
তোমার চলার ধরন যেন
মাত্রাবৃত্ত ছন্দ
চাঁদ দেখি না জোছনা দেখি
মন হয়ে যায় ধন্দ।
দেখলে তোমার রূপের ধারা
মনে বাজে বাঁশি
ইচ্ছে করে তোমার পাশে
বারেবারে আসি।
তোমায় নিয়ে ভাসতে থাকি
সাত সমুদ্র মাঝে
নদীর মতো বাঁকা হাসি
দেখি সকল কাজে।