ত্রিশ কোটি বছর পর

প্রতীকী ছবি
অলংকরণ: মাসুক হেলাল

এই তো জীবন যাচ্ছে চলে

চলে যায়, যেতে হয় বলে,

নেই অভিযোগ, অনুযোগ

কীই–বা হবে এতসব করে!

তারপর কী খবর?

কেমন ছিলে এতটা বছর?

কেমন যাচ্ছে সব?

হঠাৎ চেনা সুরে পেছনে ফিরে তাকাল সে

চেনা লাগছে। না। অচেনা সব।

নীরব-নিস্তব্ধ-নিশ্চুপ!

অন্ধকারের মতো অচেনা,

মাখলুকাতের মনের মতো অপরিচিত।

পথে দেখা, পথহারা, পথেই শেষ!

এরপর কেটে যায় ত্রিশ কোটি বছর!

আবার যদি এ পৃথিবীর পরে,

হঠাৎ পেছন থেকে ডেকে কেউ বলে,

কেমন ছিলে, কেমন চলছে সব?

সে কি চমকে উঠে তাকাবে ফিরে?

নাকি চলতে থাকবে...

চলে যাবে নতুন পৃথিবীর পথে!