তোর সাথে আমি

প্রতীকী ছবি
মডেল: শান্‌তা শ্রাবণী

মায়াবী চোখ তোর গাংচিল। উড়ে বেড়ায় সবুজ ঘাস থেকে নীলে। ছোট ছোট ঢেউ তোলে নিরিবিলি শান্ত বিলে। কাকের চোখের মতো ঠান্ডা জল। সে জলে, একদল পাতিহাঁস জলকেলি খেলে। আর আমি ডুবসাঁতার দিয়ে কুড়িয়ে আনি মুক্ত। সুইয়ের সাথে সুতো যেমন যুক্ত। তেমনি তোর সাথে আমি।

তোর চোখের তারা যেন, রাতের আকাশে সুখতারা। জ্বলজ্বল করে আমার হৃদয়–কার্নিশে। তোর চোখের তারার বন্যায় আমি ভেসে যাই। আমি ভেসে যাই তেপান্তরে। গভীর ঘন আলোয় আমি হারিয়ে ফেলি গন্তব্য। কখনো জানিনি আমাকে নিয়ে তোর মন্তব্য।

গন্তব্যের সাথে হাঁটা যেমন যুক্ত। তেমনি তোর সাথে আমি।

তোর চিকন ভুরু যুগল যেন পেখমমেলা ডানা। নীলে উড়ে যেতে নেই মানা। সে ডানায় চড়ে আমি ছুঁয়ে দেখেছি রংধনু। চুরি করেছি সাত রং। সে রং দিয়ে আল্পনা এঁকেছি তোর ঠোঁটে। আল্পনার সাথে যেমন রং যুক্ত। তেমনি তোর সাথে আমি।

তোর কপালের একচিলতে লাল টিপ, যেন আমার হৃদয় দ্বীপ। খুব কাছাকাছি। খুব পাশাপাশি। স্বপ্ন দেখে, সংসার সাজাই দোয়েলের মতো। আমার সমস্ত পালক দিয়ে ঢেকে রাখি তোকে। ভালোবাসার নরম ওমে। ওমের সাথে যেমন ডানা যুক্ত। তেমনি তোর সাথে আমি।

তোর এক টুকরো হাসি। আমি খুব ভালোবাসি। তোর স্নেহের ছায়ায় যেন আমি অবোধ বালক। আঁচলতলে মুখ লুকিয়ে, শুধু আদর খুঁজি। আমি বুঝি, সব বুঝি। তাই তো তোর দীর্ঘ চুলের মস্ত খোঁপায় দুঃখগুলো গুঁজি। দুঃখের সাথে যেমন ভালোবাসা যুক্ত। তেমনি তোর সাথে আমি।