তোমায় দেখার ইচ্ছে

প্রতীকী ছবি। অলংকরণ: মাসুক হেলাল

রোজ সকালে বকুলতলে যখন রাখি পা
ইচ্ছে করে ফুল পাঠিয়ে বলি যে তুই যা।

প্রিয়ার কাছে বলবি বকুলতলায় রোজ
আমি তারে অহর্নিশি করছি খুবই খোঁজ।

বাতাস এলে তাকেও বলি আমায় নিয়ে চল
সুবাস হয়ে নাকের ডগায় আমার কথা বল।

পাখির পাখায় ইচ্ছে করে পত্র বেঁধে দিই
হাজার রকম কলাকৌশল তোমার খবর নিই।

এসো তুমি পড়লে মনে হৃদয় দিলে ডাক
ফুলবাগানে থাকব বসে সময় যতই যাক।

তোমায় দেখার ইচ্ছে–অসুখ সারতে চায় না কভু
ক্ষণে ক্ষণে আপন মনে ইচ্ছে জাগে তবু।