তোমার হাত ধরে

তোমার হাত ধরে
অলংকরণ: মাসুক হেলাল

দিগন্তবিস্তৃত নীল সমুদ্রের কাছে যেতে চাই,
তোমার হাত ধরে।
পাড়ি দিতে চাই সমুদ্র, তোমার হাত ধরে
আকাশের মোহনীয় নীলের পানে চেয়ে থাকতে চাই,
তোমার হাত ধরে।
আমার মন ছুটে বেড়ায় সেখানে,
যেখানে তোমার পদচারণা।

হেঁটে যেতে চাই দূর বহুদূর, তোমার হাত ধরে
লাল সূর্যের উদয় দেখতে চাই, তোমার হাত ধরে
সন্ধ্যার ধরণিও দেখতে চাই, তোমার হাত ধরে।
পৃথিবীর পথে পৃথিবীর পটে রেখে যেতে চাই
আমার পদচিহ্ন, শুধুই তোমার সাথে
তোমার চাহনিতে আমি দেখতে চাই
এই সব সৌন্দর্য, কোলাহল, মুখরতা
আবার নতুন করে, তোমার হাত ধরে।