তোমাকে ভালোবাসতেই হবে

অলংকরণ: মাসুক হেলাল

তোমাকে ভালোবাসতেই হবে
গ্রীষ্মের প্রচণ্ড তাপে যখন উত্তপ্ত হয়ে উঠবে ভূমি
মনের কুয়োর পানি শুকিয়ে যখন দেখা দেবে প্রবল খরা
প্রাণ নদীর নাব্যতা হারিয়ে যেদিন ধরে যাবে ফাটল
সেদিন তোমায় ভালোবাসতেই হবে।

তোমাকে ভালোবাসতেই হবে
বর্ষার ছোঁয়ায় যখন টলমল করবে তোমার হরিণী দুচোখে
আকাশজুড়ে যখন জমতে থাকবে কালো মেঘের পসরা
গাছের ডালের থোকায় যখন ফুটবে কদম ফুল
সেদিন তোমায় ভালোবাসতেই হবে।

তোমাকে ভালোবাসতেই হবে
শরতের আকাশে যখন উড়বে কাশফুল
মৃদু বাতাসে যখন ভাসবে প্রেমের ভেলা
শূন্য পাতায় যখন ভরবে ডালপালা
সেদিন তোমায় ভালোবাসতেই হবে।

তোমাকে ভালোবাসতেই হবে
হেমন্তের বাতাসে যখন বইবে শখের বাঁশি
ফসল কেটে ফিরবে যখন হাসিমুখে চাষি
নবান্নের আবেশে যখন মিলবে সুখের রাশি
সেদিন তোমায় ভালোবাসতেই হবে।

তোমাকে ভালোবাসতেই হবে
শীতের কম্পনে যখন পূর্ণ হবে মন
পিঠাপুলির আমেজে যখন মাতবে প্রতিক্ষণ
সুখ সীমান্তে যখন সাজবে গহিন বন
সেদিন তোমায় ভালোবাসতেই হবে।

তোমাকে ভালোবাসতেই হবে
বসন্তের কচি পাতায় যখন লাল আভা মিশবে
বুকের মাঝে স্বপ্ন যখন সজোরে পিষবে
রমনার অলিগলি মণিমালা ভিজবে
সেদিন তোমায় ভালোবাসতেই হবে।