তুমিহীনা চাঁদ নেই

গাছের আড়ালে চাঁদের উঁকিছবি: রফিকুল ইসলাম রেজা

গানের পাখিরা আজ গান করে না
বৃষ্টিরা কেন জানি আর ঝরে না
মেঘবালিকারা আজ দূরে উড়ে যায়
একরাশ বেদনারা মনজুড়ে রয়।
দিগন্ত ছোঁয় না তো আবেগ আমার
চারদিকে ছেয়ে গেছে ব্যথার আঁধার
রংচটা হয়ে পড়ে দিনগুলো সব
মন থেকে উবে গেছে যত অনুভব!

কষ্টের কশাঘাতে বন্দী জীবন
ধূসর হয়ে গেছে আশার ভুবন
মরীচিকা হয়ে গেছে সুখ যত সুখ
নিমেষে ভেঙে গেছে মন গোটা বুক!
জোনাকিরা মরে গেছে হঠাৎ করে
জোছনারা নেই আদৌ অন্তরে
কান্নারা সাথি হয়ে চোখজুড়ে রয়
এতটুকু প্রেম নেই হয়ে গেছে ক্ষয়!

তুমিহীনা চাঁদ নেই আকাশ মাঝে
গতি নেই আর কোনো আমার কাজে
ফিরে এসো, এসো ফিরে আবার তুমি
বেজে যাক নিশিদিনই ঝুমঝুমি।
জ্বালা আর সয় না তো আমার প্রাণে
তুমিহীনা সুখ নেই কোনোখানে
হাতে হাত রেখে চলো দূরে চলে যাই
সুখে–দুখে তুমি আমি জীবন কাটাই।