মায়ের হাতের তালের পিঠা
খাইতে লাগে বেশ
পিঠার গন্ধে মনে জাগে
দারুণ খুশির রেশ।
তালের পিঠা নরম অতি
গন্ধে ভাসে ঘর
মায়ের হাতের তালের পিঠা
বড়ই মনোহর।
মায়ের হাতের তালের পিঠা
খাইতে লাগে বেশ
পিঠার গন্ধে মনে জাগে
দারুণ খুশির রেশ।
তালের পিঠা নরম অতি
গন্ধে ভাসে ঘর
মায়ের হাতের তালের পিঠা
বড়ই মনোহর।