তবু ফিরব না আর

অলংকরণ: মাসুক হেলাল

একদিন বড্ড বেশি অভিমানে চলে যাব দূরে
ফিরব না আমি—কোনো অজুহাতে—ফিরব না আর!
হয়তো সেদিন আষাঢ় বৃষ্টিতে ফুটন্ত কদম আর কেয়া ফুল
ভেজা রাস্তা পথে পথ আটকাবে—তবু ফিরব না আর!
বড্ড অভিমানে নিয়তি মেনে যাযাবর হব পথে
ভয় নেই—এ পৃথিবী, আকাশ, সাগর দিয়ে যাব
আলো বিছানো সবুজ পথ—পাহাড়টাও দেব
শুধু তোমার হৃদয়ের উঠোনে পড়ে থাকা বেলি ফুল
বুকপকেটের ভাঁজে মনে করে গুঁজে দিয়ো।
মরে তো গেছি অনেক আগে—শুধু জেগে আছি
শুধু জেগে আছি—তুমি বেঁচে আছো বলে!
একদিন বড্ড বেশি অভিমানে চলে যাব দূরে
ফিরব না আমি—কোনো অজুহাতে—ফিরব না আর!