টি–টোয়েন্টি বিশ্বকাপ শো উপস্থাপনায় মৌসুমী মৌ

টি–টোয়েন্টি বিশ্বকাপ শো উপস্থাপনায় মৌসুমী মৌ
ছবি: সংগৃহীত

মৌসুমী মৌ বর্তমানে দেশের টেলিভিশন জগতের একজন ব্যস্ততম উপস্থাপক। মঞ্চ ও টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপনায় তিনি এখন সদর্পে এগিয়ে চলছেন। এবার প্রথমবারের মতো ‘বিশ্বকাপ টেলিভিশন শো’ উপস্থাপনায় নাম লেখালেন হালের জনপ্রিয় এই উপস্থাপক। ১৭ অক্টোবর ওমান ও সংযুক্ত আরব আমিরাতে শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। ১৯ অক্টোবর স্কটল্যান্ড ও পাপুয়া নিউগিনির মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হয়েছে মৌসুমীর বিশ্বকাপ উপস্থাপনার যাত্রা।

মৌসুমী মৌ
ছবি: সংগৃহীত
টি–টোয়েন্টি বিশ্বকাপ শো উপস্থাপনায় মৌসুমী মৌ
ছবি: সংগৃহীত

টি–টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে জিটিভিতে খেলা শুরুর আগে ‘৩০ মিনিট বাকি’ এবং খেলা শেষে ‘ক্রিকেট এক্সট্রা’ নামে দুটি অনুষ্ঠান উপস্থাপনা করছেন মৌসুমী মৌ। বিশ্বকাপজুড়ে মৌসুমী ছাড়াও জিটিভির শোগুলো উপস্থাপনায় আরও আছেন আজরা মাহমুদ, শ্রাবণ্য তৌহিদা ও নীল হুরেজাহান।

মৌসুমী মৌ
ছবি: সংগৃহীত

মৌসুমী মৌয়ের উপস্থাপনা ক্যারিয়ার শুরু হয় ২০১৬ সালে বাংলাদেশ টেলিভিশনের জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতা উপস্থাপনার মাধ্যমে। তবে মৌসুমীর ক্রিকেট শো উপস্থাপনা শুরু ২০১৯ সালের ডিসেম্বরে জিটিভিতে বিপিএল উপলক্ষে প্রচারিত ‘ক্রিকেট হাইলাইটস’ উপস্থাপনার মধ্য দিয়ে। সর্বশেষ আইপিএলে তিনি উপস্থাপনা করেছেন ‘ক্রিকেট ম্যানিয়া’ নামক অনুষ্ঠান।

অতিথি ও প্রযোজকের সঙ্গে মৌসুমী মৌ
ছবি: সংগৃহীত

মৌসুমী চলতি বছরে অনুষ্ঠিত বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার মধ্যকার আন্তর্জাতিক ম্যাচের সময় জিটিভিতে প্রচারিত ‘ক্রিকেট ম্যানিয়া’, ‘মিড উইকেট’ ও ‘ক্রিকেট এক্সট্রা’ নামক অনুষ্ঠান উপস্থাপনা করেছেন।

মৌসুমী মৌ
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শো উপস্থাপনার অনুভূতি জানতে চাইলে মৌসুমী মৌ বলেন, ‘ক্রিকেটের শোতে একধরনের ভয় কাজ করে, যেটা অন্য শোতে করে না। ক্রিকেট শো ভালো করতে দ্বিগুণ স্টাডি প্রয়োজন। তবে আমার জিটিভি টিম খুবই হেল্পফুল, বিশেষ করে প্রযোজক সোহেল হাসান ও নজরুল খান ভাই খুবই আন্তরিক। সোহেল ভাই স্ক্রিপ্ট থেকে শুরু করে প্রতিটি খুঁটিনাটি বিষয় ধরে ধরে শেখান। প্রথম দিকে খেলাধুলা–সম্পর্কিত বিভিন্ন শব্দ, কি ওয়ার্ড বা টার্ম নিয়ে কিছুটা চিন্তিত ছিলাম। তাই শুরুতে কিছুটা নার্ভাস থাকলেও আইপিএলের শো উপস্থাপনার পর সেই নার্ভাসনেস কাটিয়ে উঠতে পেরেছি।’

অতিথিদের সঙ্গে মৌসুমী মৌ
ছবি: সংগৃহীত
মৌসুমী মৌ
ছবি: সংগৃহীত

মৌসুমী মৌ বর্তমানে বিটিভি, এনটিভি, এটিএন বাংলা, জিটিভি, নাগরিক টিভি, এশিয়ান টিভি ও নেক্সাস টিভিতে নিয়মিত অনুষ্ঠান উপস্থাপনা করছেন। এ ছাড়া তিনি প্রথম আলোর সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান ‘লাক্স ক্যাফে লাইভ’ উপস্থাপনা করেন। এর বাইরে বিভিন্ন করপোরেট হাউসের এমসি হিসেবেও নিয়মিত কাজ করছেন।

অতিথিদের সঙ্গে মৌসুমী মৌ
ছবি: সংগৃহীত

উপস্থাপনার পাশাপাশি অভিনয়েও পদচারণ রয়েছে মৌসুমীর। তিনি বেশ কয়েকটি টিভি নাটকে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। অভিনয় করেছেন কয়েকটি ওয়েব সিরিজ ও ওয়েব ফিল্মে। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে ‘বলি’ নামে একটি ওয়েব সিরিজের শুটিং শেষ করেছেন। বলিতে জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর বিপরীতে দেখা যাবে মৌসুমী মৌকে।

মৌসুমী মৌ
ছবি: সংগৃহীত
মৌসুমী মৌ
ছবি: সংগৃহীত

মৌসুমী মৌ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন স্টাডিজ বিভাগ থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান লাভ করে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে মৌসুমী প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

সহউপস্থাপক, অতিথি ও প্রযোজকদের সঙ্গে মৌসুমী মৌ
ছবি: সংগৃহীত